ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪

টিকা নিলেন দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল

করোনাভাইরাসের টিকা নিয়েছেন দেশের দ্রুততম মানব, বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট মোহাম্মদ ইসমাইল। কয়েকদিন আগে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে সেরার মুকুট অর্জন করেন তিনি। প্রথমবারের মতো ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে জাতীয় রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হন কুমিল্লার ছেলে ইসমাইল।


দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ করোনাভাইরাসের টিকা নিচ্ছেন। সার্ভিসেস দল নৌবাহিনীর খেলোয়াড়রাও বাদ পড়েননি। প্রথম ধাপে শনিবার খেলোয়াড়দের করোনার টিকা প্রয়োগ করে নৌবাহিনী। নিবন্ধন করা ছিল ইসমাইলের। তাই প্রথম ধাপেই টিকা নিতে পেরেছেন।


করোনার টিকা নেয়া ইসমাইল সম্পূর্ণ সুস্থ আছেন। শরীরে কোনো ধরনের সমস্যা অনুভব করছেন না। অন্য সাধারণ টিকার মতোই এটি। যেহেতু এ টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই; তাই সকলকে টিকা নেয়ার অনুরোধ জানিয়েছেন ইসমাইল।


খেলোয়াড়দের জন্য টিকাদানের ব্যবস্থা রাখায় বাংলাদেশ নৌবাহিনী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেশের দ্রুততম মানব।

ads

Our Facebook Page